• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৪:১৩ পিএম

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবিতে ৭৬ জন নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিল।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে।

সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হলো। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

এএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ