• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারও মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৫:০৭ পিএম

আবারও মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আবারও মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার (৯ অক্টোবর) দিনের শুরুতেই স্বল্প-পাল্লার এই মিসাইল দুটি ছোড়া হয়। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে সপ্তমবার মিসাইল নিক্ষেপ করলো দেশটি। এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পাল্টা প্রতিক্রিয়া দেখাতে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে আল জাজিরা এই সংবাদ প্রকাশ করেছে।

আল জাজিরা জানায়, রোববার ভোরে দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর মুনচন থেকে দুটি মিসাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। প্রায় ছয় মিনিটের ব্যবধানে ছোড়া হয় মিসাইল দুটি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই উৎক্ষেপণকে একটি ‍‍‘গুরুতর উস্কানি‍‍’ হিসেবে নিন্দা করেছে। এর মাধ্যমে শান্তি ক্ষুণ্ণ করা হয়েছে উল্লেখ করে তারা জানায়, এই উৎক্ষেপণ ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন।

জাপানের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে রয়টার্স জানান, দুটি মিসাইলই ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে। মিসাইল দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। কোন ধরনের মিসাইল নিক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ছিল কি না সেটাও দেখা হবে।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া। মিসাইলটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। এর পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণকে ‘উস্কানি’ বলে অভিহিত করেন এবং ‘কঠোর জবাব’ দেয়ার অঙ্গীকার করে। প্রতিক্রিয়া হিসেবে বুধবার (৫ অক্টোবর) জাপান সাগরে ৪টি মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী। সবগুলো মিসাইলই নকল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানায় তারা।

 

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ