• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিস্ফোরণের পর সচল ক্রিমিয়া সেতু

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৪:১৯ পিএম

বিস্ফোরণের পর সচল ক্রিমিয়া সেতু

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ক্রিমিয়ায় একমাত্র সেতুতে হালকা যান চলাচল শুরু হয়েছে। শনিবার (৮ অক্টোবর)  বিস্ফোরণে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

তদন্তকারীদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইউরোপের দীর্ঘতম এ সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। একটি লরি বিস্ফোরণে নিহতরা কাছাকাছি একটি গাড়িতে ছিলেন বলে দাবি করেন রাশিয়ান কর্মকর্তারা।

সেতুর রেলওয়ে অংশ, যেখানে তেল ট্যাঙ্কারে আগুন লেগেছিল সেটিও দৃশ্যত আবার খুলে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সেতুতে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

এর আগে, রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৭ মিনিটে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে, এতে ক্রিমিয়ার পথে থাকা একটি ট্রেনের জ্বালানিবাহী সাতটি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

এএস/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ