• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন বুস্টার ডোজে নারাজ মার্কিন নাগরিক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৯:৫১ এএম

নতুন বুস্টার ডোজে নারাজ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন বুস্টার ডোজ আসার প্রথম চার সপ্তাহে ৭৬ লাখ মানুষ গ্রহণ করেছেন। তবুও প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক বলছেন, বাজারে যে নতুন বুস্টার ডোজ এসেছে তা নেয়ার পরিকল্পনা আপাতত তাদের নেই। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ও কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের (কেএফএফ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মডার্না ও ফাইজার-বায়োএনটেকের একটি টিম বাইভ্যালেন্ট বুস্টার তৈরির পরিকল্পনা করে, যেটি বিএ.৫ ও বিএন.৪ ওমিক্রন মোকাবিলায় কাজ করবে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃপক্ষ ফাইজার ও মডার্নার এই বুস্টার ডোজের অনুমোদন দেয়। জরিপের মাধ্যমে জানা গেছে, ১৮ শতাংশ নাগরিক বলেছেন যে, তারা অপেক্ষা করবেন এবং দেখতে চাইছেন যে, তারা নতুন বুস্টার ডোজ পাবেন কি না। যেখানে ১০ শতাংশ মনে করেন যে প্রয়োজন হলে তখন তারা এটি নেবেন। যুক্তরাষ্ট্রের ১২ শতাংশ বলছেন যে, তারা নিতেই চান না। আর ২৭ শতাংশ বলছেন যে, তারা এই বুস্টার ডোজ নেয়ার উপযোগী নন। কারণ তাদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়নি।

মার্কিন নাগরিকদের মধ্যে নতুন ভ্যাকসিন সম্পর্কে সচেতনতা কম। মাত্র অর্ধেক প্রাপ্তবয়স্ক বলেছেন যে তারা বুস্টার সম্পর্কে কিছু শুনেছেন। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪০ শতাংশ বলেছেন, তারা নিশ্চিত নন যে, তাদের জন্য নতুন বুস্টার ডোজ সুপারিশ করা হয়েছে কি না। যেখানে ১২ বছর বা তার বেশি বয়সি সমস্ত সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করেছে ডিসডিসি। ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর কেএফএফ-এর করা এই জরিপে অংশ নেন ১ হাজার ৫৩৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক।

 

এসএএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ