• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্লোরিডায় ব্যাপক আঘাত হেনেছে ইয়ান, নিহত ১২

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৯:৩১ এএম

ফ্লোরিডায় ব্যাপক আঘাত হেনেছে ইয়ান, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে ব্যাপক আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১২। খবর রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন (এক ধরনের সামুদ্রিক ঝড়) হতে পারে। কেন্দ্রীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এখন পর্যন্ত বেশকিছু প্রাণহানির ইঙ্গিত খবর পাওয়া গেছে।

হারিকেনটি প্রথমে বুধবার(২৮ অক্টোবর) ফোর্ট মায়ার্স শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। এতে ব্যাপক বন্যা, প্রবল বাতাস এবং ঝড়ের তোড় সৃষ্টি হয়। ফ্লোরিডার ২৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বেশ কিছু এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

ইয়ানের বেগ কমে সাধারণ গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। তবে ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে দিয়ে বলেছে এটির পরে আবার হারিকেনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলের জন্য সতর্কতা জারি করেছে। 

 

এসএএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ