• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ইয়ানের’ আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ইয়ানের’ আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইয়ান’।  স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ফোর্ট মায়ার্সের কাছেমায়ার্স শহরের কাছে ঘন্টায় সর্বোচ্চ ১৫০ মাইল গতিতে স্থলভাগে ঝড়টি আছড়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ে অভিবাসী বহনকারী একটি নৌকা ফ্লোরিডা উপকূলে ডুবে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, হারিকেন ইয়ানের আঘাতে নৌকাডুবিতে ২০ জন নিখোঁজ রয়েছেন। ইউএস বর্ডার পেট্রোল এবং কোস্ট গার্ড নিখোঁজ অভিবাসীদের সন্ধান করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হারিকেন ইয়ান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম। স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

উপকূলে আঘাত হানার সময় চার মাত্রার হারিকেন ইয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার (১৫০ মাইল) ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

ঝড়ের তীব্রতার দিক থেকে পাঁচ মাত্রার হারিকেনের চেয়ে ইয়ানের গতিবেগ সামান্য কম। সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার হারিকেনের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ধরা হয় ১৫৭ মাইল।

এনএইচসি জানায়, দ্বীপে আঘাত হানার প্রায় দেড় ঘণ্টা পর বন্দরনগরী পুন্তা গোর্দার ঠিক দক্ষিণ উপকূল দিয়ে ফ্লোরিডার মূল ভূখণ্ডে উঠে আসে হারিকেন ইয়ান। এ সময় বাতাসের গতিবেগ সামান্য কমে ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন ৭ হাজার ন্যাশনাল গার্ড সেনা সহ জরুরী কর্মকর্তারা বন্যা কেবলিত অঞ্চলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। উদ্ধারকার্যের জন্য রাজ্যে বর্তমানে প্রায় ২৫০টি বিমান, ১ হাজার ৬০০টি উচ্চ জলের যান এবং ৩০০টি নৌকা রয়েছে। তিনি আরও বলেন, প্রাণঘাতী ঘূর্ণিঝড় ইয়ানের প্রভাবে উপকূলের কিছু এলাকা ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গেছে।

ঝড়টিতে এলাকার বেশ কয়েকটি শহরে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে।  ফ্লোরিডা রাজ্যের কর্মকর্তারা,  বাসিন্দাদের  নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ভিতরে ও বাইরের ২ হাজার ১৪০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লোরিডার প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার মার্কো দ্বীপের পুলিশ জানিয়েছে ঝড়ের কারণে শহরের কিছু অংশে প্রায় ২.৫ ফুট পানিতে ডুবে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে ব্যাপক বজ্রবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর বিষয়ে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়টি মূল ভূখণ্ডের দিকে আরও এগোলে মধ্য ফ্লোরিডায় দুই ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন, ‘এটি এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর কথা বলব। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

ইয়ান মূল ভূখণ্ডে আঘাত হানার এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ও স্থানীয় টেলিভিশনে দেখা যায়, ঝড়ের তোড়ে ধেয়ে আসা পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। কোথাও কোথাও পানি বাড়ির ছাদ পর্যন্ত স্পর্শ করেছে।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ