• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বিভিন্ন দেশে পুলিশ স্টেশন খুলছে চীন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৯:৫১ এএম

বিভিন্ন দেশে পুলিশ স্টেশন খুলছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার চেষ্টায় বিশ্বজুড়ে পুলিশ স্টেশন স্থাপন করছে চীন।  এসব পুলিশ স্টেশন বসানো হচ্ছে বলে দাবি নিউইয়র্কভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ‍‍`ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকার।‍‍` খবর এনডিটিভির।

ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকা‍‍`র প্রতিবেদনে বলা হয়, চীন এরইমধ্যে কানাডা, ইউক্রেন, ফ্রান্স, স্পেন, জার্মানি এবং আয়ারল্যান্ডসহ বিশ্বের ২১টি দেশে অন্তত ৩০টি স্টেশন চালু করে ফেলেছে। কানাডাতেই অন্তত তিনটি স্টেশন চালু করা হয়েছে।

চীনের ‍‍`পাবলিক সিকিউরিটি ব্যুরো‍‍`র (পিএসবি) সঙ্গে সম্পর্কিত এ স্টেশনগুলো। চীনের পক্ষ থেকেও এমন স্টেশন বসানোর কথা স্বীকার করা হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব স্টেশন আন্তর্জাতিক অপরাধ ও অভিযান চালাতে স্থাপন করা হয়েছে।

তবে এগুলো সচরাচর পুলিশ স্টেশন বা থানার মতো নয়। মূলত চীনবিরোধী কর্মকাণ্ড দমাতে এসব পুলিশ স্টেশন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আছে। এগুলোর মাধ্যমে নির্দিষ্ট দেশগুলোর নির্বাচনেও প্রভাব বিস্তার করছে চীনা সরকার।

এনডিটিভি বলছে, এমন সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারকর্মীরা। চীনের শিনজিয়াংয়ে মুসলিম সংখ্যালঘু উইঘুর নিপীড়নসহ নানা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে যারা চীনা সরকারের বিরুদ্ধে সক্রিয়, তাদের দমনে এসব পুলিশ স্টেশন ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন তারা।

 

এসএএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ