• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এখন যুদ্ধ করার সময় না, পুতিনকে মোদি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:৪৩ এএম

এখন যুদ্ধ করার সময় না, পুতিনকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এখন যুদ্ধ করার সময় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এসসিও সম্মেলনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। সেই বৈঠকে মোদি এ সব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘এই সময়টা যুদ্ধ করার জন্য একেবারেই আদর্শ নয়। আমি ফোনেও আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম।’

জবাবে পুতিন বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে আপনাদের চিন্তার কারণ রয়েছে তা বুঝতে পারছি। আমরাও চাই এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হোক’। যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ভারতের প্রস্তাবও বেশ গ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তুলতে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন। পুতিন এ সময় ভারতের নিরপেক্ষ বিদেশনীতিরও প্রশংসা করেন।

এদিকে ২০২৩ সালের এসসিও বৈঠকের সভাপতিত্ব করবে ভারত। সেজন্যও ভারতকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের চাপের মুখে পড়েও রাশিয়ার নিন্দা করেনি ভারত। রাষ্ট্রসংঘেও ভোট দান থেকে বিরত থেকেছে দেশটি। পরিবর্তে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।

জেইউ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ