• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতে নিহত দুই শতাধিক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:২৬ এএম

আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতে নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের মধ্যে সংঘাতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। নাগোরনো-কারাবাখে এই সংঘর্ষ চলে।  দুই বছরের মধ্যে দেশ দুটির সবচেয়ে ভয়াবহ সংঘাত এটি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে একইদিন এই সংঘাতে কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে দাবি করেছে আর্মেনিয়া।

মঙ্গলবার শুরু হওয়া সংঘর্ষে উসকানি দেওয়ার জন্য উভয় পক্ষই একে অপরকে  অভিযুক্ত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে এই সংঘাত শেষ হয়।

১৯৯০ এর দশক থেকেই আজারবাইজানের আর্মেনিয়ান জনবহুল ছিটমহল নাগোরনো-কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ শুরু হয়। ককেশাস অঞ্চলের প্রতিবেশী দেশ দুটি যুদ্ধ করেছে ২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে সরাসরি যুদ্ধ শুরু করে। রাশিয়ার মধ্যস্থতায় সেই লড়াই বন্ধ হয়েছিল। দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ