• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পার্সেল বিস্ফোরণে আহত ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:০১ এএম

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পার্সেল বিস্ফোরণে আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে বিশ্ববিদ্যালয়ের ভবনে একটি পার্সেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আহত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। বিস্ফোরণের পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা তেমন গুরুতর নয়। খবর এনবিসি নিউজের।

খবরে বলা হয়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বোস্টনের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি ভবনে অন্তত দুটি পার্সেল ডেলিভারি করা হয়। ডেলিভারির পরই একটি পার্সেল বিস্ফোরিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়া হয়। বাতিল করা হয় ছয়টি ভবনের সব ধরনের ক্লাস।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় বোস্টন পুলিশের একটি দল। তারা আরও একটি পার্সেল খুঁজে পায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা নিস্ক্রিয় করে।

পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্যাগে রাখা বোমার হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে সেটি বড় ধরনের বিস্ফোরণ নয় বলে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

এআরআই

আর্কাইভ