• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বেশি দামে রাশিয়ার তেল কিনলেই নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৫:০১ এএম

বেশি দামে রাশিয়ার তেল কিনলেই নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমন্বয়ে গঠিত জোট রাশিয়ার তেলের মূল্যসীমা নির্ধারণ করে দিচ্ছে।  নির্ধারিত দামের চেয়ে দেশটির কাছ থেকে বেশি দরে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, সমুদ্রে রাশিয়ার ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ তেল কেনার সুযোগ পাবে। তবে তা জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমন্বয়ে গঠিত জোট নির্ধারিত মূল্যে কিনতে হবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ ওই জোটের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল কিনবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। কিন্তু আইন অনুযায়ী, ইন্স্যুরেন্স ও সেবার ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

আমদানিকারক বা তেল পরিশোধনকারীদের রাশিয়া থেকে ওই জোটের নির্ধারিত দামের চেয়ে কম দরে তেল কিনতে হবে। শুধু তা মুখে বললেই হবে না। পাশাপাশি এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ