• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

১০ মাস পর কোমা থেকে জাগলেন নারী

প্রকাশিত: জুন ১১, ২০২১, ০২:২৬ এএম

১০ মাস পর কোমা থেকে জাগলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ১০ মাস কোমায় থাকার পর জেগে উঠেছেন এক নারী। সাত মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কোমায় যাওয়ার পর কন্যা সন্তানের মাও হয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে। 

বৃহস্পতিবার (১০ জুন) দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাতে খবরটি প্রকাশ করেছে বিবিসি।

গত বছরের জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ বছর বয়সী ক্রিস্টিন রোসি। পরে অস্ত্রোপচার করে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। 

গত এপ্রিলে বিশেষজ্ঞ চিকিৎসার জন্য রোসিকে ইতালি থেকে প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় পাঠানো হয়।

এদিকে জেগে ওঠার পর স্বজনদের সঙ্গে কথা বলেছেন রোসি। এ সময় তার স্বামী ও মা তার পাশেই ছিলেন।

ক্রিস্টিনার স্বামী গ্যাব্রিয়েল সুসি বলেন, ‘আমরা এতটা আশাও করিনি। এত ভোগান্তির পর এটা সত্যিই দারুণ খবর।’

রোসির চিকিৎসার খরচ জোগাতে অনলাইনে সংগ্রহ করা হয়েছিল অর্থ। এ পর্যন্ত তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এক লাখ ৭০ হাজার ইউরোর বেশি অর্থ জমা হয়েছে।

ডব্লিউএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ