• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ভারতের মুম্বাইয়ে বাড়ি ধসে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ১০, ২০২১, ১২:০৩ পিএম

ভারতের মুম্বাইয়ে বাড়ি ধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বুধবার (৯ জুন) এ দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

মুম্বাইয়ের মালাদের বস্তি এলাকায় ওই বাড়িটি অন্য একটি বাড়ির ওপরে ধসে পড়ে। সেটিও ধূলিসাৎ হয়েছে। উভয় বাড়ির লোকজন সে সময় রাতের খাবার খাচ্ছিলেন। ফলে অনেকেই বাড়ি থেকে বের হয়ে আসতে পারেননি। 

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তারা বাইরে এসে দেখেন চারতলা বাড়িটি ধসে পড়েছে। ওই বাড়ির কাছেই আরও তিনটি বাড়ি ছিল। তার একটির ওপর ওই বাড়িটি ধসে পড়ে। অন্য বাড়িগুলো এখন বিপজ্জনক অবস্থায় আছে।
বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ধুলোর চাদরে ঢেকে যায়। সে অবস্থাতেই স্থানীয় মানুষরা উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়। ধ্বংসাবশেষ সরিয়ে তারা উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় বাড়িতে শিশুরাও ছিল। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ