আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে প্রতি দিন বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়। আর পরিত্যাক্ত এই বর্জ্যের কারণে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। বিষয়টি তুলে ধরতে আসন্ন জি-৭ সম্মেলনকে সামনে রেখে এই বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বনেতাদের ভাস্কর্য।
যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়া এসব বিশ্বনেতাদের ভাস্কর্য তৈরি করেছেন জো রাশ নামে এক ভাস্কর। বুধবার (৯ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জো রাশ বিবিসিকে জানিয়েছেন, এই শিল্পকর্মের মধ্য দিয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেনো তারা আরও পুনরায় ব্যবহারযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্র উৎপাদনের ব্যাপারে নীতি নির্ধারণে মনোযোগী হন। তিনি বলেন, যেহেতু ই-বর্জ্য মাটির সঙ্গে মিশে যায়। তাই দেশগুলোর উচিত আরও দীর্ঘদিন টিকে থাকে এমন ইলেক্ট্রনিক পণ্য উৎপাদন করা।
জো রাশ বলেন, ভাস্কর্যটি এমন এক জায়গায় স্থাপন করা হয়েছে। জি-৭ সম্মেলনকে সামনে রেখে বিশ্ব নেতারা আকাশে থাকা অবস্থায়ই ভাস্কর্য দেখতে পারবেন।
ভাস্কর্যের শুরুতেই রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০১৯ সালে মোট বৈশ্বিক ইলেকট্রনিক বর্জ্য উৎপন্ন হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ টনের বেশি।
প্রতিবেদনে বলা হয়, এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে মাউন্ট রিসাইকেলমোর। ইলেক্ট্রনিক ডিভাইসগুলির পরিত্যাক্ত হওয়ার পর এই বর্জ্যের ক্ষয়ক্ষতি তুলে ধরতেই এই ভাস্কর্য বানানো হয়েছে। ভাস্কর জো বলেন, ইলেকট্রনিক জিনিস মেরামতযোগ্য অথবা দীর্ঘদিন টিকে থাকার উপযোগী করে বানানো উচিত। কারণ এখন এগুলো ময়লার ভাগাড়েই যাচ্ছে।
জেডআই
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন