• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পার্থের মিনি ব্যাংক ছিল আমার বাড়ি: অর্পিতা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০১:৫৪ এএম

পার্থের মিনি ব্যাংক ছিল আমার বাড়ি: অর্পিতা

আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় গ্রেফতার রয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। একইসঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা। তবে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন অর্পিতা। তিনি জানান, তার বাড়িকে মিনি ব্যাংক হিসেবে ব্যবহার করতো পার্থ। ওই টাকা কোনোদিন স্পর্শ করেননি তিনি। দেশটির গণমাধ্যম সুত্রে এ তথ্য জানা যায়। 

অপির্তা বলেন, বাড়ির একটি ঘরে সমস্ত টাকা বস্তাবন্দি করে রাখা হতো। সেখানে পার্থ চট্টোপাধ্যায় ও তার লোকজন আসতেন। পার্থ প্রতি সপ্তাহে বা ১০ দিনে একবার আসতেন।

এর আগে শুক্রবার (২১ জুলাই) অর্পিতার  টালিগঞ্জের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। বিপুল টাকার উৎস জানতে অর্পিতাকে পুলিশ হেফাজতে নিলে এই তথ্য জানান তিনি। 


ইডি সূত্রে জানা যায়, একজন টলিউড অভিনেতার মাধ্যমে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ হয়। গত ২০১৬ সালে ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। শিক্ষক নিয়োগের দুর্নীতি (SSC Scam) সংক্রান্ত টাকা ওই ফ্ল্যাটবন্দি হয়েছিল বলে ইঙ্গিত দেন অর্পিতা। তবে নিজের ফ্ল্যাটকে কেন ‘মিনি ব্যাংক’ হিসাবে ব্যবহার করতে দিলেন অর্পিতা, সে প্রশ্ন উঠছেই। অর্পিতার এই দাবিকে খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।  আপাতত ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে। তাদের জেরা করে সমস্ত প্রশ্নের কিনারা হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ