• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

ইসরাইলের আকাশে এ কেমন আলো

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ১১:৪৭ পিএম

ইসরাইলের আকাশে এ কেমন আলো

আন্তর্জাতিক ডেস্ক

২০১২ সালে মধ্যপ্রাচ্যের ইরান, সিরিয়া এবং ইসরাইলের আকাশে এক রহস্যময় আলো দেখা গিয়েছিল। এক দশক পর ইসরাইলের আকাশে আবারও দেখা মিললো সেই রহস্যময় উড়ন্ত আলোর একটি গোলাকার বস্তুর। গোলান মালভূমি এবং নাহারিয়া এলাকা থেকে এটি স্পষ্ট দেখা গেছে। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার (২৩ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে এই রহস্যময় উড়ন্ত আলোর একটি গোলাকার বস্তু দেখা যায়। এ নিয়ে সেখানে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন, এটি আসলে এলিয়েন যান বা ইউএফও। 

প্রতিবেদনে বলা হয়, এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এটি আসলে কীসের আলো ছিল। তবে ধারণা করা হচ্ছে, এটি মূলত স্পেসএক্স-এর স্যাটেলাইট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরইমধ্যে অসংখ্য ফুটেজ শেয়ার করেছেন ব্যবহারকারীরা। এতে দেখা যাচ্ছে আলোর বিন্দুগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে। তবে এ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি।

আর এরপরই শুরু হয় নানা ধরনের গুজব। নাহারিয়ার এক বাসিন্দা বলেন, ‘আমরা কখনো এমন অদ্ভুত জিনিস দেখিনি। এটিকে দেখতে আলোক বিন্দু দিয়ে তৈরি একটি শেকলের মতো লাগছিল। মাত্র ৩০ সেকেন্ডের মতো এটিকে দেখা গিয়েছিল। বিষয়টি স্পেসএক্সের স্যাটেলাইট কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ইসরাইল। এছাড়া লেবানন, গ্রিস ও তুরস্কেও এই আলো দেখা গেছে।’

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ