আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইনাস থেকে মুক্ত হওয়া নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্ব ফ্রান্সে সফরে গিয়ে এক নাগরিকের হাতে থাপ্পড় খেয়েছেন তিনি। এ ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্স শহরের বাইরে তেইন-এল হারমিটাজের ভ্রমণে যাওয়ার পর তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তির হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট। ওই ব্যক্তিই তার মুখে থাপ্পড় বসিয়ে দেন। পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ম্যাঁখোকে যখন থাপ্পড় দেয়া হয়েছিল, তখন ‘ম্যাঁক্রোবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেয়া হচ্ছিল।
এ ঘটনার পর ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়। রাজনীতিবিদরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।
শামীম/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন