• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাটে ২১ কোটি টাকা!

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৭:০৭ পিএম

অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাটে ২১ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

তিনি রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীর অতি ঘনিষ্ঠদের একজন। তিনি মডেল এবং অভিনেত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম সং-য়ে বরাবর থাকেন তিনি। তার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি অধিকারিকদের চক্ষু ছানাবড়া।


২৩০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটে ছোট ছোট পুঁটলিতে দু’হাজার ও পাঁচশ’ টাকার নোটে প্রায় ২১ কোটি টাকার লুকানো গুপ্তধন। ফাইলের মধ্যেও টাকা। উত্তম কুমারের নায়ক ছবির সেই টাকার পাহাড়ের দৃশ্য মনে পড়ে যায়।

এই টাকা চাকরি দুর্নীতির টাকা বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। চার কামরার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বহু জমির দলিল এবং ৭৯ লক্ষ টাকার গহনা। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটটি অর্পিতা কেনেন চার পাঁচ বছর হলো। আরও পাওয়া গেছে, ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা ও উচ্চ শিক্ষা দফতরের খাম।

২০১১ সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়। ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি মন্ত্রীর। সপ্তাহে পাঁচদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যেতেন। তাকে গ্রেফতার করেছে ইডি। প্রসেনজিতের সঙ্গে মামা ভাগ্নে ছবিতে, জিতের সঙ্গে পার্টনার ছবিতে অভিনয় করেছেন অর্পিতা। হরনাথ চক্রবর্তীর জোর যার মুলুক তার ছবিতেও ছিলেন।

ওড়িশার একাধিক ছবিতে এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন অর্পিতা। ২০১১ সালে বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ ছবির মাধ্যমে বেলঘরিয়ার মেয়ে অর্পিতা লাইম লাইটে আসেন। তার তামিল ছবি চিনাপ্পা লাভ অর্থাৎ মামির ভালোবাসা জনপ্রিয়ও হয়। ইডি এবং সিবিআই খতিয়ে দেখছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কি সম্পর্ক ছিল।

 

এস/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ