• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

হামাসের হুমকিতে পতাকা মিছিল বাতিল করল ইহুদিরা

প্রকাশিত: জুন ৮, ২০২১, ০১:২১ পিএম

হামাসের হুমকিতে পতাকা মিছিল বাতিল করল ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের বিপক্ষে ১১ দিনের যুদ্ধ শেষে হামাস এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সেই সঙ্গে সাহসীও বটে। উগ্রপন্থী ইহুদিরা তাদেরকে এড়িয়ে চলছে। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে জেরুজালেমের পবিত্র আল-কুদস শহরে পতাকা মিছিল বাতিল করেছে উগ্রপন্থী ইহুদিরা। 

আগামী বৃহস্পতিবার (১০ জুন) আল-কুদস শহরে পতাকা মিছিল করার ঘোষণা দেয় ইহুদিরা। মিছিলের অনুমতি চেয়ে ইসরায়েলি পুলিশের কাছে অনুমতির আবেদন করে ইহুদিরা। তবে দখলদার ইসরায়েলি পুলিশ পতাকা মিছিলের অনুমতি দেয়নি। এ জন্য অনুষ্ঠান বাতিল করেছে আয়োজক ইহুদি গোষ্ঠী।

এদিকে, ইহুদিরা আল-কুদস শহরে পতাকা মিছিল করার ঘোষণা দেয়ার পরপরই তা প্রতিরোধের ঘোষণা দেয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস নেতা খলিল আল হাইয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পবিত্র আল-কুদস শহরে ইহুদিদের পতাকা মিছিল করতে দিতে পারি না। যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর দখলদার ইহুদিরা ফের মাথাচাড়া দিয়েছে। তাদেরকে আল-কুদসে প্রতিরোধ করা হবে। যদি তারা পতাকা মিছিল কর্মসূচি প্রত্যাহার না করে তবে নতুন করে সংঘাত শুরু হবে।’

হামাস নেতার এমন হুমকির পরপরই পতাকা মিছিল কর্মসূচি বাতিল করে দেয় ইসরায়েলি পুলিশ। পুলিশ জানায়, ‘এমন পরিস্থিতিতে কাউকে মিছিল করতে দিচ্ছি না।’

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ