আন্তর্জাতিক ডেস্ক
আবার রক্ত ঝড়ল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানকার একটি গ্রাজুয়েশন পার্টিতে এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ফ্লোরিডার কেন্ডালে রোববার (৬ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ডিরেক্টর ফ্রেডি রামিরেজ বলেন, ‘পার্টি যখন চলছিল তখন দুটি গাড়িতে করে একদল বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় তিনজন নিহত হয়। তাদের মধ্যে দুইজন একটি গাড়ির আরোহী ছিলেন। গোলাগুলির কারণে গাড়ি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের অন্যজন নারী। তিনি ফ্লোরিডার একজন অফিসার।’
রামিরেজ আরও বলেন, ‘গোলাগুলিতে যারা আহত হয়েছে তারা ভালো আছেন। ঘটনার পর নিজেরাই হাসপাতালে যায়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
বন্দুক হামলার খবর দিয়েই যুক্তরাষ্ট্রের মানুষের রাত কাটছে, দিন শুরু হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যে গুলিতে ঝরছে প্রাণ। এক সপ্তাহ আগে মিয়ামিতে এভাবে এলোপাতাড়ি গোলাগুলি হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়।
একের পর এক গোলাগুলির ঘটনায় হতাশা প্রকাশ করেছেন রামিরেজ। তিনি বলেন, ‘এই সংঘাত বন্ধ করতে হবে। এটা খুবই হতাশাজনক। প্রত্যেক সপ্তাহে এমন ঘটনা ঘটছে। এটা চলতে দেয়া যায় না।’
শামীম/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন