প্রকাশিত: জুন ৩, ২০২২, ০১:৪২ এএম
কলাম্বিয়ার মাদক পাচার চক্র
ক্যালি ড্রাগস কার্টেলের প্রধান গিলবার্টো রদ্রিগেজ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের এক
কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাদক সম্রাট পাবলো এসকোবারের প্রধান সহযোগী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গিলবার্টো রদ্রিগেজ ওরেজুয়েলা একসময় পাবলো এসকোবারের সহযোগী হিসেবে বিশ্বের কোকেইন চোরাচালানের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করতেন। গিলবার্টো রদ্রিগেজ আইনের চোখে ধুলো দিতে বিভিন্ন সময়ে দাবাড়ুর ছদ্মবেশ ধারণ করতেন। তবে, ১৯৯৫ সালে তার ছদ্মবেশ তাকে আর রক্ষা করতে পারেনি। সে বছরই তিনি কলাম্বিয়ায় গ্রেফতার হন এবং ২০০৪ সালে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
পরে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড দেয়। সেই থেকেই তিনি যুক্তরাষ্ট্রে কারাবাসে ছিলেন। সর্বশেষ গত মঙ্গলবার তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান বলে জানিয়েছে তাঁ পরিবার।
ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে থাকার সময় গিলবার্তো রদ্রিগেজ তাঁর ভাই মিগুয়েল রদ্রিগেজকে নিয়ে কালি নামের ওই শক্তিশালী মাদক পাচার চক্রটি চালাতেন।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) তথ্যানুযায়ী গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি বিশ্বের মোট কোকেন বাণিজ্যের ৮০ শতাংশ ছিল কালির।
পাবলো এসকোবারের মেডেলিন সহিংসতার জন্য কুখ্যাত হলেও গিলবার্তো আর মিগুয়েল রদ্রিগেজ নিজেদের ‘দায়িত্ববান ব্যবসায়ী’ হিসেবে তুলে ধরেছিলেন।
১৯৯০ সালে পুলিশের হাতে মাদক সম্রাট বলে খ্যাত মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবারের মৃত্যুর পর, তাঁর প্রধান সহযোগী রদ্রিগেজ বিশ্বের কোকেইন কার্টেলের নিয়ন্ত্রণকর্তা হয়ে ওঠেন।
এসকোবারের আমলে ক্যালি গ্যাং যেখানে কলাম্বিয়ায় ভয়াবহতার জন্য পরিচিত ছিল, এসকোবারের মৃত্যুর পর রদ্রিগেজ এবং তার ভাই মিগুয়েল তুলনামূলক নরম অবস্থানে থেকে মাদক ব্যবসায় চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
জেডআই/