• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

করোনার টিকা গ্রহীতাদের সুখবর দিল সিডিসি

প্রকাশিত: জুন ৫, ২০২১, ১১:৫৯ পিএম

করোনার টিকা গ্রহীতাদের সুখবর দিল সিডিসি

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। টিকা নেয়ার হারও দেশটিতে অধিক। তবে এবার টিকার দুই ডোজ নেয়া মার্কিনীদের সুখবর দিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

কিছুদিন আগেই সিডিসি জানিয়েছিল, টিকার দুই ডোজ নেয়া হলে মার্কিনীদের মাস্ক পরার প্রয়োজন নেই। যা নিয়ে সংস্থাটি একটি গাইডলাইন প্রকাশ করে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই গাইডলাইনে সংস্কার এনেছে সিডিসি।

যুক্তরাষ্ট্রের এই রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা মাস্ক না পরে অথবা সামাজিক দূরত্ব বিধি না মেনেই পুনরায় কাজে যোগ দিতে পারবেন। এছাড়া গুরুতর উপসর্গ দেখা না দেয়া পর্যন্ত করোনা পরীক্ষারও প্রয়োজন নেই।

ওই গাইডলাইনে সিডিসি আরও জানায়, কোনো অসুস্থ মানুষের সংস্পর্শে এলেও করোনার টেস্ট বাধ্যতামূলক নয়। কিন্তু  সংস্পর্শে আসার পর কোভিডের উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতেই হবে। উপসর্গ না থাকলে টেস্ট করানোর আর প্রয়োজনীয়তা নেই।

যে কোনো অফিসে কর্মীরা টিকার সার্টিফিকেট দেখালেই, আর রুটিন পরীক্ষাও করাতে হবে না। তবে বাইরে থেকে যুক্তরাষ্ট্রে আসলে বিমানবন্দরে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক। রিপোর্ট পজিটিভ এলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে এখনও যারা টিকা নেননি বা টিকার দুটি ডোজ নেয়া হয়নি, তাদের মাস্ক পরতেই হবে। এমনকি বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোতেও নিষেধ করা হয়েছে।

এ দিকে সিডিসির এমন উদ্যোগে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এএএম

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ