• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এক রুশ সেনার

প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৯:২৩ পিএম

যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এক রুশ সেনার

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে ধ্বংসস্তূপে পরিণত করার কাজে কোনো ত্রুটি রাখেনি রাশিয়া। তার থেকেও বেশি নিন্দার যুদ্ধাপরাধ। ইউক্রেনের নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ ইত্যাদি নানাবিধ যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের সেনা। এবার এ অপরাধে প্রথম সাজা পেল কোনো রুশ সেনা। নিরস্ত্র সাধারণ এক ইউক্রেনীয়কে গুলি করে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছে ২১ বছরের সার্জেন্ট ভাদিম শিশিমারিন।
 
ইউক্রেনের উত্তর পূর্বাংশের সুমি অঞ্চলের একটি গ্রামে এক নিরীহ বাসিন্দাকে মাথায় গুলি করে মেরেছিল ভাদিম। ইউক্রেনের আদালতে ভাদিম অপরাধ স্বীকার করে নিয়েছে এবং জানিয়েছে, স্রেফ হুকুম তামিল করেছিল সে। ওই ইউক্রেনীয় নাকি সে সময় ফোনে কথা বলছিলেন। এক রাশিয়ান অফিসার ভাদিমকে বলেন, ইউক্রেনীয় রুশ সেনার অবস্থান ফাঁস করে দিচ্ছে, তাই গুলি করে মারা হোক। গাড়ির জানালা দিয়ে বন্দুক তাক করে নিরীহ মানুষটির খুলি উড়িয়ে দেয় ভাদিম। 

রুশ সেনাবাহিনীর যুদ্ধাপরাধের যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের বিচার বিভাগ। থিয়েটারে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের ওপর বোমাবর্ষণ, মাতৃসদনে বোমা ফেলা থেকে বুখায় নারকীয় হত্যাকাণ্ড, পুতিনের সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তালিকা দীর্ঘ।

এফএ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ