আন্তর্জাতিক ডেস্ক
রুশ বাহিনীর কাছে আরও ৭০০ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। বন্দরনগরী মারিউপোলের ইস্পাত কারখানা দখলে নেওয়ার পর ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ অব্যাহত রয়েছে। বুধবার (১৮ মে) ওই কারখানার ভেতর থেকে নতুন করে আরও ৭০০ ইউক্রেনীয় যোদ্ধা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেন।
গত মঙ্গলবার (১৭ মে) আড়াই শতাধিক ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছিলেন। বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়ে, নতুন করে আরও এই ৭০০ সেনা আত্মসমর্পণ করলেও ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও আজভস্তল স্টিল কারখানার ভেতরেই অবস্থান করছেন। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে স্থানীয় বার্তাসংস্থা ডিএনএ বুধবার জানিয়েছে, ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও প্লান্টের ভেতরে রয়েছেন।
ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজায়নিক সংবাদ সম্মেলনে বলেছেন, আজভস্তল স্টিল কারখানার ভেতর আটকে পড়া সেনাদের উদ্ধারে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। জনসাধারণের কাছে এ বিষয়ে যে কোনো তথ্য সেই প্রক্রিয়াটিকে বিপন্ন করতে পারে।
ইউক্রেন মঙ্গলবার ২৫০ জনেরও বেশি যোদ্ধার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সে সময় ঠিক আরও কতজন আজভস্তল স্টিল কারখানার ভেতর ছিলেন, তা জানায়নি দেশটি।
পরে বুধবার রাশিয়া জানায়, আরও ৬৯৪ ইউক্রেনীয় যোদ্ধা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এতে করে আত্মসমর্পণ করা মোট সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯-এ। এ ছাড়া এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আজভস্তলে আত্মসমর্পণের পর ইউক্রেনীয় যোদ্ধাদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।
মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, আজভস্তল স্টিল কারখানার ভেতরে আটকে পড়া সেনাদের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রেড ক্রস এবং জাতিসংঘ একটি আলোচনায় সংশ্লিষ্ট রয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিউপোল শহরটি দখল করা ছিল রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য।
এফএ/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন