• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দৈনিক সংক্রমণ-মৃত্যু কিছুটা নিম্নমুখী

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৩:৫৪ পিএম

দৈনিক সংক্রমণ-মৃত্যু কিছুটা নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যুতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ৮৪৬ জন।

এ ছাড়া এই দিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৩ হাজার ৪৯৩ জন। ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে এসব তথ্য।

ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসাবে শনিবার শীর্ষে ছিল তাইওয়ান। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪১ জন এবং এ হয়েছে ৪০ জনের।

অন্যদিকে, মৃত্যুর হিসাবে শীর্ষে ছিল রাশিয়া। শনিবার দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

এ ছাড়া বিশ্বের যেসব দেশে এদিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ৫০ হাজার ৪৩৮, মৃত্যু ৪৮, জার্মানিতে ৪০ হাজার ৯২৯, মৃত্যু ৯৮, ইতালিতে ৩৬ হাজার ৪২, মৃত্যু ৯১, জাপানে ৩৯ হাজার ২২৮, মৃত্যু ৩০ এবং ব্রাজিলে নতুন আক্রান্ত ১৭ হাজার ৩৫৫ এবং মৃত্যু হয়েছে ৯০ জনের।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৫৪। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ২২৮ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৩৯ হাজার ১২৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৭ হাজার ৭৬৬ জনের।

এফএ/এএল
আর্কাইভ