• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইকুয়েডরে কারাগারে দুটি গ্যাংয়ের দাঙ্গা, নিহত ৪৩

প্রকাশিত: মে ১০, ২০২২, ০৪:১৪ পিএম

ইকুয়েডরে কারাগারে দুটি গ্যাংয়ের দাঙ্গা, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডরে সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ মে) দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্রুপের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত ৪৩ বন্দি নিহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে।’

দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনার সময় পলাতক কারাগারের ১১২ বন্দিকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনও ১০৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারে আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এ সব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দি নিহত হয়েছেন। সবশেষ গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় কমপক্ষে ২০ বন্দি নিহত হন।

এফএ/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ