• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

যুদ্ধকে ‘শয়তান’ বললেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ১১:৪৩ পিএম

যুদ্ধকে ‘শয়তান’ বললেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া সফরের পর আজ বৃহস্পতিবার ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি। কিয়েভের উত্তরাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস। 

এ সময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি-নাতনিরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘একুশ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ (শয়তান), যখন আপনি এ অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সঙ্গে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’
সূত্র: বিবিসি

এসএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ