• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পরমাণু কার্যক্রম বৃদ্ধির ঘোষণা কিম জং উনের

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৯:৩৪ পিএম

পরমাণু কার্যক্রম বৃদ্ধির ঘোষণা কিম জং উনের

সিটি নিউজ ডেস্ক

পরমাণু কার্যক্রম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২৫ এপ্রিল) সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক সামরিক মহড়ায় তিনি এ ঘোষণা দেন। ওই মহড়ায় উত্তর কোরিয়ার সবথেকে বড় এবং নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হাসোং-১৭ প্রদর্শণ করা হয়। খবর: আল-জাজিরা।

মহড়ায় কিম বলেন, ’আমাদের পরমাণু সক্ষমতা দ্রুততম গতিতে বৃদ্ধি করবো। পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার শক্তির প্রতীক। এ অস্ত্রে বৈচিত্র্য আনা প্রয়োজন। ভবিষ্যতের সামরিক ও রাজনৈতিক অস্থিরতাসহ যে কোনো সংকটের প্রস্তুতি হিসেবে আমরা আমাদের পরমাণু কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।’

মহড়া শুরু হলে রাজধানীয় কিম ইল সাং স্কয়ারের আসেপাশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ৯০ মিনিট ধরে আতসবাজির প্রদর্শনী চলে। সোমবার ছিল কোরিয়ার সেনাবাহিনীর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের প্রতি আনুগত্য শক্তিশালী করার আহ্বান জানানো হয় দেশটির নাগরিক ও সামরিক বাহিনীর প্রতি।

জেইউ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ