প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০২:৩৫ পিএম
"উচ্ছ্বাসে উল্লাসে নতুন আলোর উদ্ভাসে" এই প্রতিবাদকে সামনে রেখে পাবনার ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এডওয়ার্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের আয়োজনে সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে ব্যবস্থাপনা বিভাগের চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে নবীন ও প্রবীনদের মিলনমেলায় পরিণত হয় ও স্মৃতিচারণ এবং সংস্কৃতি অনুষ্ঠিত হয়।