• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মৃত্যু গুজবে ভারতে অনেকেই টিকা নিচ্ছেন না

প্রকাশিত: জুন ২, ২০২১, ০৫:৩৯ পিএম

মৃত্যু গুজবে ভারতে অনেকেই টিকা নিচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য ভারতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, নেয়া হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি। তারপরেও দেশটিতে গুজবের কারণে অনেক মানুষ টিকার ধারেকাছে যাচ্ছে না। ব্যাপক মৃত্যু সত্ত্বেও টিকা কর্মসূচি নিয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হচ্ছে ভারত সরকারকে।

টিকা নিলেই নাকি মৃত্যু হচ্ছে-ভারতের গ্রামাঞ্চলে এমন গুজব ছড়িয়ে পড়েছে। ফলে তারা টিকা নিচ্ছে না। আর কারণেই গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামগুলোতে টিকা কর্মসূচি বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকি টিকা নেয়ার ভয়ে উত্তরপ্রদেশের এক গ্রামবাসী নদীতে ঝাঁপ দিয়েছেন এমন ঘটনাও ঘটেছে। শুধু উত্তরপ্রদেশই নয়, ভারতের বহু রাজ্যের গ্রামগুলোতে একই ছবি ধরা পড়ছে।

রাজস্থানের সরকার গ্রামের মানুষকে টিকার সুফল বোঝাতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে। মহামারির এই পরিস্থিতিতে কুসংস্কারকেই বেশি করে আঁকড়ে ধরছেন রাজস্থানের গ্রামীণ এলাকার বাসিন্দারা। মন্ত্রতন্ত্র, দেব-দেবীর উপর আস্থা রাখার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে টিকার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লাইন দেয়ার বদলে তান্ত্রিক, পুরোহিতদের দরবারে ভিড় জমাচ্ছেন তারা।

অনেকে আবার বলছেন, ‘আমার তো কিছুই হয়নি, তা হলে টিকা নেব কেন?’ এক গ্রামবাসী আবার বলেছেন, ‘শুনেছি টিকা নিলেই মৃত্যু হচ্ছে। তাই আমিও টিকা নেইনি।ভারতের গ্রাম থেকে গ্রামান্তরে এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গে লখনউয়ের এক চিকিৎসক বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। ফলে তাদের মধ্যে একটা ভয় ঢুকেছে যে টিকা নিলেই জীবন বিপন্ন হবে। তাই অনেকেই টিকাবিমুখ হচ্ছেন।

অনেকে আবার টিকা নেয়ার পার্শ্বপ্রতিক্রিয়াতেও ভয় পাচ্ছেন। বিহার, মধ্যপ্রদেশসহ বহু রাজ্যের গ্রামীণ অঞ্চলে একই চিত্র দেখা গেছে। শুধু মুখে মুখেই নয়, ভ্রান্ত ধারণাগুলো ছড়িয়ে পড়ছে ইন্টারনেটেও। গুজব রয়েছে টিকা নিলে যৌনক্ষমতা কম যাচ্ছে। ফলে ভারতের সরকার টিকা কর্মসূচি চালাতে আরও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

শামীম/নির্জন

আর্কাইভ