• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ডব্লিউএইচও’র অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

প্রকাশিত: জুন ২, ২০২১, ০৩:৫২ এএম

ডব্লিউএইচও’র অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সিনোভ্যাক কোম্পানির কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ নিয়ে চীনের উৎপাদিত করোনাভাইরাসের দ্বিতীয় টিকা অনুমোদন পেল। মঙ্গলবার (১ জুন) ডব্লিউএইচও টিকাটি অনুমোদন করার কথা জানিয়েছে। 

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে সিনোভ্যাকের টিকা। স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছে। প্রথম ডোজের চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া যাবে।

গত ৭ মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি দুটি টিকার মধ্যে বিবিআইবিপি-করভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

এরও আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকাও জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার মানে বিশ্বের দেশগুলো এ টিকার মান ও কার্যকারিতায় আস্থা রাখতে পারে।

টিআর/২ জুন

আর্কাইভ