• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

রুশ-ইউক্রেন নাগরিকের বিয়েতে বাধা হতে পারেনি যুদ্ধ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১০:২১ পিএম

রুশ-ইউক্রেন নাগরিকের বিয়েতে বাধা হতে পারেনি যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে বাস করতেন রুশ নাগরিক সেমেন বোবরোভস্কি। বসবাসের সূত্রে পরিচয় হয় ইউক্রেনের নাগরিক দারিয়া সাখনিউকের সঙ্গে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইচ্ছা ছিল রাজধানী কিয়েভে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যুদ্ধপরিস্থিতি। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বিয়ে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যান সাখনিউক ও বোবরোভস্কি। এমন পরিস্থিতিতে তারা পাড়ি জমান মেক্সিকোতে। উদ্দেশ্য ছিল মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর।

বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে সেখানেও বিপত্তিতে পড়েন তারা। কিন্তু এই বিপত্তি তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অবশেষে গত বুধবার (১৩ এপ্রিল) মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সাখনিউক ও বোবরোভস্কি।

টিভি নেটওয়ার্ক টেলিমুন্ডকে দেওয়া সাক্ষাৎকারে সাখনিউক বলেন, ‘খুব দারুণ কিছু মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। এসব মানুষই মেক্সিকোর তিজুয়ানায় আমাদের বিয়েতে সহযোগিতা করেছেন।’

তিজুয়ানার পৌর কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে সাখনিউক ও বোবরোভস্কি শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার উদ্দেশ্যে মেক্সিকোতে পৌঁছান। সাখনিউক যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করতে পারলেও বোবরোভস্কির সে সুযোগ নেই। কেবল যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় নাগরিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করতে পারছেন।

এ নব-দম্পতির আশা, তাদের যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হবে এবং সেখানে তারা পুনর্বাসিত হতে পারবেন।
আর্কাইভ