• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ভ্যাকসিন নিলে কোয়ারেন্টিনে থাকতে হবে না সৌদি আরবে

প্রকাশিত: জুন ১, ২০২১, ১১:৫০ পিএম

ভ্যাকসিন নিলে কোয়ারেন্টিনে থাকতে হবে না সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পর্যটক করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন, তারা সৌদি আরব ভ্রমণে গেলে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

মঙ্গলবার (১ জুন) সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ওপর থেকে কোয়ারেন্টিনের বিধিনিষেধ তুলে দিয়েছে সৌদি সরকার। যার ফলে দেশটিতে পৌঁছানো ভ্যাকসিনপ্রাপ্ত পর্যটকদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

তবে এ জন্য শর্তও জুড়ে দিয়েছে সৌদি আরব। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোয়ারেন্টিনের বিধিনিষেধ থেকে বাঁচতে পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। শুধু ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-এস্ট্রাজেনকা এবং জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আবদ আল-আলি জানান, উল্লেখিত প্রতিষ্ঠানের টিকাগুলো নিরাপদ প্রমাণিত হয়েছে। তাই যারা ওই প্রতিষ্ঠাগুলোর টিকা গ্রহণ করবেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

এএস/এম. জামান/

আর্কাইভ