• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

পাকিস্তান সেনার সাথে সু-সম্পর্ক রাখতে চায় পেন্টাগন

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৯:৫৪ এএম

পাকিস্তান সেনার সাথে সু-সম্পর্ক রাখতে চায় পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে সামরিক সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দুই দিন পর পেন্টাগন মুখপাত্র এই মন্তব্য করেছেন। 

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে  ‘বিশ্বের ওই অংশে’ নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে স্বার্থ ভাগ করে নিয়েছে দাবি করে কিরবি বলেন, ওই অঞ্চলে পাকিস্তান একটি মুখ্য ভূমিকা পালন করছে তা আমরা স্বীকার করি। পাকিস্তান এবং পাকিস্তানি জনগণ নিজেরাই নিজেদের দেশের ভিতরে সন্ত্রাসী হামলার শিকার। 

তবে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তনে ভূমিকা রাখার জন্য  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে কিরবি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করবেন বলে জানিয়েছেন তিনি। 

এর আগে সোমবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাকি বলেছিলেন, পাকিস্তানে সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।

সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।  সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।


সাজেদ/
আর্কাইভ