• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের স্বার্থে গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ: হোয়াইট হাউস

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৬:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের স্বার্থে গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী (শাহবাজ) নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই মন্তব্য করেন তিনি। খবর জিও নিউজের।

সোমবার (১১ এপ্রিল) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাকি বলেন, ‘সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি। আমরা একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করি না। কোনও নির্দিষ্ট দলের ওপরে আরেক দলকে আমরা প্রাধান্য দেই না।'

পাকিস্তানে আইনের শাসন ন্যায় বিচার নিশ্চিতে যে আইন রয়েছে তাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানান তিনি।

সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে- থাকুক না কেন, অবস্থান অপরিবর্তিত থাকে।

বক্তব্যে সাকি আরও বলেন, দেশটির ক্ষমতায় কে আছে সেটি এই সত্যকে বদলে দেয় না। এ সময় তাকে প্রশ্ন করা হয় যে, প্রেসিডেন্ট বাইডেন শাহবাজকে ফোন করবেন কি না! উত্তরে সাকি বলেন, এখনও সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। তবে, দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ থাকবে বলে নিশ্চিত করেন তিনি। 

উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর কখনও ইমরান খানের সঙ্গে ফোনালাপ করেননি তিনি।


ডিআইএ/এএল


 

আর্কাইভ