আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গ কলকাতার হাঁসখালিতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমর গয়ালির ছেলে ব্রজগোপাল গয়ালি এই ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কিশোরীর মা। তবে তার সঙ্গে আর কেউ ছিল কি না, তিনি জানেন না। খবর আনন্দবাজারের
সোমবার (১১ এপ্রিল) মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট বিচার বিভাগীয় আদালত।
এদিকে, হাঁসখালির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন, না কি শরীরটা খারাপ ছিলো, না কি কেউ ধরে মেরেছে। আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি।’’
এর পরেই ওই কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না। ব্রজই আমার মেয়েকে ধর্ষণ করেছে।’’ পরে, সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি জানান, তার মেয়ের সঙ্গে ব্রজগোপালের ‘সম্পর্ক’ ছিলো।
সংঘবদ্ধ ধর্ষণ-কাণ্ডে সোমবার মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট বিচার বিভাগীয় আদালত। এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টেও। জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মামলাটির দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
সাজেদ/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন