• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

এবার মোদির পরিবারে করোনার হানা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৮:০৫ পিএম

এবার মোদির পরিবারে করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক

এবার করোনা হানা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নরেন্দ্র মোদির চাচী নর্মদাবেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ১০ দিন আগে নর্মদাবেনকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্নাদ মোদি জানান, আমাদের কাকিমা নর্মদাবেন মোদিকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা সংক্রমণের জন্য তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়। আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ভারতে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে শুধু সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও হাজার ৮১২ জন।

ফারুক

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ