• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বিধানসভায় বিজেপি-তৃণমূল হাতাহাতি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:০১ পিএম

বিধানসভায় বিজেপি-তৃণমূল হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার (২৮ মার্চ) বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে বিধানসভার অধিবেশন শুরু হলে প্রথম থেকেই বিজেপি বিধায়করা হট্টগোল করতে থাকেন বলে অভিযোগ।

এ ঘটনায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা যখন স্লোগান দিচ্ছিলেন, সে সময় তৃণমূল বিধায়করা প্রথমে তাদের নির্দিষ্ট আসন থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু পরে তারা বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান। সে সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

দু'দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের এই পরিস্থিতি থেকে বিরত হওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পরে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন।

বিধানসভার বাইরে তারা বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিধানসভার ভেতরেই বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিজ্ঞাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

ডা/এফএ
আর্কাইভ