• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এক অ্যাম্বুলেন্সে তোলা হল ২২ মরদেহ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৬:৫৫ পিএম

এক অ্যাম্বুলেন্সে তোলা হল ২২ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য এক অ্যাম্বুলেন্সে তোলা হল ২২টি মরদেহ। এই ঘটনা ভারতে করোনার ভয়াবহতা আরও নগ্নভাবে তুলে ধরেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ে ঘটনা ঘটেছে।

 

জানা যায়, বীড জেলার স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিকেল কলেজের ওই অ্যাম্বুলেন্সটিতে যখন প্রকাশ্যে এভাবে লাশ তোলা হচ্ছিল, তখন মৃত এক ব্যক্তির আত্মীয় মোবাইলে ঘটনাটির ছবি তুলতে যান। কিন্তু পুলিশ তার মোবাইল কেড়ে নেয়।  

 

এই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বীড জেলার জেলা প্রশাসক রবীন্দ্র জগতপ বলেন, অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

 

তবে হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেন, সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেই আমরা। তারা কিভাবে তা নিয়ে যাবে, সেটি আমাদের নিয়ন্ত্রণে নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

ফারুক/সবুজ

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ