• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ছয় দেশের যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল কাতার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৬:১৩ পিএম

ছয় দেশের যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ ছয় দেশে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল কাতার। আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে নির্দেশ কার্যকর হবে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত একটি নির্দেশ দেয়া হয়েছে।  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ফিলিপাইন থেকে আসা যাত্রীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে দেশটি।

 

এসব দেশের যাত্রীদের টিকা নেয়া থাকলেও তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আর এটি ঘরে করা যাবে না, হোটেলে থাকতে হবে। কাতার সরকারের নির্ধারিত কোয়ারেন্টিন সুবিধায় ১০ দিনের জন্য থাকতে হবে। আর প্রত্যেক ভ্রমণকারীর ভ্রমণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগের নিজ দেশে পিসিআর টেস্টে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

 

ভ্রমণকারীরা যখন কাতারে কোয়ারেন্টিনে থাকবেন, তখন সেখানে আসার এক দিনের মধ্যেই আবার পিসিআর টেস্ট করা হবে। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার দিনও টেস্ট হবে।

 

ফারুক/সবুজ

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ