• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাংলাদেশের জবাব দেওয়া উচিত: এইচআরডব্লিউ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১০:২৫ পিএম

মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাংলাদেশের জবাব দেওয়া উচিত: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যে উদ্বেগ প্রকাশ করেছে, এ বিষয়ে সরকারের অর্থপূর্ণভাবে জবাব দেওয়া উচিত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এই প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‍্যাবকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে এইচআরডব্লিউ।

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্যমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুম করেছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ মার্চ জাতিসংঘ মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়তা-সহযোগিতার কারণে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়স্বজন ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘে প্রভাব অর্জন করতে চায়। তবে উপেক্ষা করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তদন্তকে।

ডিআইএ/এফএ

আর্কাইভ