• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৯:৩৪ পিএম

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার কঙ্গোতে ট্রেন দুর্ঘটনার কারনে নারী ও শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আরও প্রায় ৫২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাদের অবস্থা সংকটাপন্ন।

প্রাদেশিক গভর্নর স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকা পড়েন।

জানা যায়, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি করা হয়েছিল। তার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে এগিয়ে যাচ্ছিলো। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায় এবং ৬১ জন মারা যায়।

কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। 

আরএমসা/ডা

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ