• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মহাকাশ স্টেশনের কার্যক্রম বন্ধের হুমকি রাশিয়ার

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৮:০০ এএম

মহাকাশ স্টেশনের কার্যক্রম বন্ধের  হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) রুশ মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন এক বিবৃতিতে এই হুমকি দেন। 

পৃথিবীর নিম্ন কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করা হয়েছিল ১৯৯৮ সালে । এটি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপের ১১টি দেশের যৌথ প্রকল্প। 

মহাকাশ স্টেশনের যে অংশটির দায়িত্বে রাশিয়া রয়েছে, সেটি পৃথিবীর কক্ষপথে থাকার ব্যাপারটি দেখভাল করে। রাশিয়া যদি তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ৫০০ টন ওজনের এই স্টেশনটির ভূপৃষ্ঠে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে রুশ মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান বলেন, ‘পশ্চিমারা যদি শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরাসরি সেসবের প্রভাব পড়বে।’

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ মারিউপোল শহরের পূর্ব উপকণ্ঠের দখল নিয়েছে রাশিয়ার সেনারা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়ান সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল মারিউপোল  ও পূর্বে অবস্থিত সেভারদোনেস্কের দখল নেওয়া। 

দুই সপ্তাহ ধরে মারিউপোলকে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ান সেনারা। আর তাদের এ অবরোধের কারণে মানবেতর জীবনযাপন করছেন মারিউপোলের বাসিন্দারা। 

শহর থেকে সাধারণ বেসামরিক লোকদের বের করে নেওয়ার জন্য কয়েক দফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া ও ইউক্রেন। কিন্তু শহরটি থেকে মানুষদের বের করে নেওয়া সম্ভব হয়নি। যখনই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে দুপক্ষ।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যখনই সাধারণ মানুষদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়েছে, তখনই রাশিয়ার সেনারা গোলাবর্ষণ করেছে।  তবে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করেছে। 

জেডআই/এফএ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ