প্রকাশিত: মে ৩০, ২০২১, ১০:৩৯ পিএম
করোনা
পরীক্ষায় ভারত এবার নতুন
এবং সহজ এক পদ্ধতি
উদ্ভাবন করেছে। দেশটির বিজ্ঞানীরা স্যালাইন দিয়ে সহজেই করোনা
পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন। বর্তমান পদ্ধতির তুলনায় এ পদ্ধতি অনেক
সহজ। ফলে কোনো প্রশিক্ষিত
স্বাস্থ্যকর্মীরও প্রয়োজন পড়বে না।
বর্তমানে
আরটি-পিসিআর পদ্ধতিতে নাক ও গলা
থেকে নমুনা সংগ্রহে অনেকেরই সমস্যা হয়। নতুন পদ্ধতিতে
এসবের দরকার নেই। দরকার শুধু
গার্গল করা স্যালাইন পানি।
আর তাতেই মাত্র তিন ঘণ্টায় করোনা
পরীক্ষার ফল পাওয়া যাবে।
ভারতের
মহারাষ্ট্রের নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন এ পদ্ধতির
উদ্ভাবন করেছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ
নতুন পদ্ধতির অনুমোদনও দিয়েছে।
নতুন
পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানীরা জানান, এই পদ্ধতিতে যে
কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি
টিউবের ভেতরে রাখা স্যালাইন পানি
১৫ সেকেন্ড গার্গল করতে হবে। তারপর
তা ওই টিউবেই তা
ফেলে দিতে হবে। তারপর
গবেষণাগারে হবে বাকি কাজ।
শামীম/এম. জামান