• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় দুইজন নিহত

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:৪২ পিএম

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিলিয়ার্ড ক্লাবে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। মিয়ামি পুলিশের পরিচালক রামিরেজ তথ্য জানিয়েছেন। হামলাকারীরা এখনও ধরা পড়েনি।

মিয়ামি পুলিশের পরিচালক রামিরেজ জানিয়েছেন, রাত ১২টা থেকে ১টার মধ্যে নিশান পাথফাইন্ডার গাড়িটি বিলিয়ার্ড ক্লাবের সামনে এসে থামে। গাড়ি থেকে তিন অস্ত্রধারী নেমে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

রামিরেজ আরও বলেন, ঘটনায় দুইজন মারা গেছে। আহত হয় ২০ থেকে ২৫ জন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রামিরেজ বলেন, ‘এটা ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। নির্বিচারে নিরীহ জনতার ওপর গুলি চালানো হয়েছে। আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি। ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।

বিলিয়ার্ড ক্লাবে হামলাকারীরা এখনও ধরা পড়েনি। হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বা পাওয়া গেলে তা জানানোর জন্য মিয়ামি পুলিশ শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

শামীম/এম. জামান

আর্কাইভ