• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কলাম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৭:৫৩ পিএম

কলাম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার ক্যালি শহরে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কলম্বিয়ায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ দমাতে প্রেসিডেন্ট ইভান ডিউক শুক্রবার ক্যালিতে সেনা মোতায়েন করেন। ওইদিন সকালে সেখানে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়। পুলিশ জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

দিকে বিবিসিতে বলা হয়েছে, ক্যালিতে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

প্রস্তাবিত কর বৃদ্ধিকে কেন্দ্র করে গত এপ্রিলে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে প্রতিনিয়ত বিক্ষোভের ঘটনা ঘটছে। কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের পরও বিক্ষোভ অব্যাহত থাকে। পুলিশের সহিংসতা, দারিদ্র্য স্বাস্থ্য সঙ্কটকে কেন্দ্র করে বিক্ষোভে নতুন মোড় নেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবারের সংঘর্ষ ঘটে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ