• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ইউক্রেনের সুমিতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ২২

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৯:২৪ পিএম

ইউক্রেনের সুমিতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে। মঙ্গলবার ( মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুমি শহরের আঞ্চলিক গভর্নর দিমিত্রো যাইভিৎস্কি। বুধবার ( মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দিমিত্রো যাইভিৎস্কি বলেন, ‘মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া। ওই ঘটনাকে তিনি 'গণহত্যা' বলে বর্ণনা করেছেন। এক রাতেই তিনটি বোমা...এটা ছিল ভয়াবহ একটি রাত। একটি বাড়িতে জন নিহত হয়েছে। ৬টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে, সুমি থেকে দুই ধাপে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

এনএম/ডা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ