প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ১০:৩৭ পিএম
রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের ১৩তম দিন চলছে।
যুদ্ধের বিরতির কথা বলেও শহরগুলোতে
এখনও ভারী গোলাবর্ষণ চালিয়ে
যাচ্ছে রুশ বাহিনী। এতে
যুদ্ধক্ষেত্র ছাড়তে পারছে না বেসামরিক বাসিন্দারা।
এদিকে,
কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিওপোলের বেসামরিক
বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক
করিডোর’ ঘোষণা
করেছে রাশিয়া। এতে ওই শহরগুলোর
কিছু বাসিন্দা চলে যাওয়ার সুযোগ
পাচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) স্থানীয়
সময় সকাল সাড়ে ৯টা
পর্যন্ত ১৫০ জনেরও বেশি
মানুষ শহর ছেড়েছে বলে
জানা গেছে।
বিবিসির
এক প্রতিবেদনে বলা হয়- ১২
ঘণ্টার যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে
বেসামরিক বাসিন্দারা বেরিয়ে যেতে শুরু করেছে।
এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের সুমি শহর থেকেও
বেসামরিক বাসিন্দারা বেরিয়ে যেতে শুরু করেছে।
এনএম/ডা