• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চীন ও রাশিয়া যুদ্ধে জড়িয়ে যাবে, আমরা তা দেখব : ট্রাম্প

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:০৭ পিএম

চীন ও রাশিয়া যুদ্ধে জড়িয়ে যাবে, আমরা তা দেখব : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'চীনের পতাকা লাগিয়ে আমেরিকার উচিত রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা। এতে চীন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব।'

রবিবার (৬ মার্চ) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এই কৌতুকপূর্ণ বক্তব্য দেন ট্রাম্প। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া ও চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে। এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব।’ ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যে হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ক্ষমতায় থাকাকালীন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন। কিন্তু তিনি দাবি করেন যে, তিনি পুতিনকে বলেছিলেন যদি কোনো সমস্যা তৈরির চেষ্টা করা হয় তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে।

ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর আমেরিকার নেতাদের ডোনাল্ড ট্রাম্প বোকা এবং পুতিনকে স্মার্ট বলে প্রশংসা করেন।

ডিআইএ/এফএ

আর্কাইভ