• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে বিশ্বকে আহ্বান বাইডেনের

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ১১:০৯ পিএম

ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে বিশ্বকে আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

দেখতে দেখতে এগারো দিনে পা দিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যদিও শনিবারের পর রবিবারও কিছু সময়ের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবুও রুশ সেনার আগ্রাসন থেমে নেই। এই পরিস্থিতিতে ‘বন্ধু’ আমেরিকা সেনা না পাঠালেও ইউক্রেনের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। রবিবারে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন। এ দিকে ইতোমধ্যেই ইউরোপীয় দেশগুলোর কাছে যুদ্ধবিমানের আবেদন করেছে ইউক্রেন। সেই আবেদনে সাড়াও দিয়েছে আমেরিকা। ইতোমধ্যেই তদবিরও করেছে পোল্যান্ডকে।

শক্তিশালী রুশ বাহিনীকে রুখতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কিন্তু আগামী দিনে যুদ্ধে আরও সুবিধাজনক জায়গায় পৌঁছতে হলে আরও যুদ্ধবিমান চাই। সমস্ত দেশকে তাই পাশে দাঁড়ানোর আহ্বান জেলেনস্কির। সেই আবেদনে সাড়া দিয়ে পোল্যান্ডকে অনুরোধ করেছেন বাইডেন। এ প্রসঙ্গে হোয়াইট হাউস জানাচ্ছে, পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধজাহাজ দিয়ে সাহায্য করলে তাদের যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ দিয়ে দেবে আমেরিকা। পাশাপাশি সেই বিমানের জ্বালানি-সহ অন্যান্য খরচও আমেরিকা দেবে বলেই জানিয়েছে ওয়াশিংটন। এখানেই শেষ নয়, ইউক্রেনের অন্যান্য বন্ধু দেশের কাছেও যুদ্ধজাহাজের জন্য তদবির শুরু করেছে আমেরিকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পোল্যান্ড রাজিও হয়েছে এই প্রস্তাবে।

এইচএ /ডা



আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ